সামসুল আলম পদ্দার (শেরপুর প্রতিনিধি): রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার চন্ডিজান রাধা গোবিন্দ মন্দিরের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গনে। এতে সভাপতিত্ব করেন ওই মন্দির কমিটির সভাপতি অর্জন কুমার পাল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক দেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। তাই সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতকরেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মেলবন্ধন অটুট রাখতে হবে।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদকসংগ্রাম কুন্ডু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, তাজুল ইসলাম কিরণ, ইউপি সদস্য রফিকুল ইসলাম। এছাড়াঅন্যদের মধ্যে শ্যামল দাস, বিজয় দাস, নকুল পাল, গোকুল পাল প্রমুখ বক্তব্য রাখেন।