শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসে বহনকালে ৫৪০ বোতল ফেন্সিডিলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।সোমবার (৭ ফেব্রয়ারী) সকালে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার উত্তর গড্ডিমারী এলাকার মোস্তাফা কামাল(২৩), রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির আহমেদ(২৯) এবং সবুজ মিয়া(২০)। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাস আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আবির হাসান।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আবির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শেরপুরের ঘোগা বটতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাসী করে ৫৪০ বোতল ফেন্সিডিলসহ তিন যুবককে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
