বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শেরপুর শহরের শ্রীরামপুরপাড়া এলাকায় এ অপমৃত্যুর ঘটনা ঘটে।নিহত স্কুল ছাত্র মো. আলী সজল ওরফে রাহাদ (১৬) শ্রীরামপুরপাড়া এলাকার প্রবাসী মেহের আলীর ছেলে এবং শেরপুর ডিজেহাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, মার কাছে মোটর সাইকেল কিনতে চেয়ে না পেয়ে সে তার শয়নঘরে গলায় রশিদিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।