বগুড়ার শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে দুই ভাইকে মারপিট করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (৫ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার মির্জাপুরে হাজী সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত পুর্বশত্রুতার জের ধরে শনিবার বিকালে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্য জহুরুল ইসলাম (৫০) এর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আব্দুর রাজ্জাক সাগর, জাহাঙ্গীর আলম ও শুভ। তারা জহুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে মারপিট করে ফুলা জখম করে এবং ক্যাশে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৭০) বাদী হয়ে ওই তিন জনের বিরুদ্ধে রাতে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
