হোসেন আলী(জেলা প্রতিনিধি)
বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দিলীপ কুমার চৌধুরী এবং তালেবুল ইসলাম তালেবকেসাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় শাজাহানপুর উপজেলার দলীয় কার্যালয় চত্ত্বরেত্রি-বার্ষিক সম্মেলনে তাদের এ দায়িত্ব দেয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিকসম্পাদক এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ২০১২ সালে এ উপজেলায় সর্বশেষ আওয়ামী লীগের সম্মেলনঅনুষ্ঠিত হয়েছিল।
কমিটিতে অন্য পদ পাওয়া ব্যক্তিরা হলেনঃ সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ছান্নু, মাহফুজুর রহমান বাবলু এবং সাইফুলইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম আরজু, ফরিদুল ইসলাম মুক্তা এবং ইমরান হোসেন,

সাংগঠনিক সম্পাদক পদে ফজলুল হক, হোসেন শরীফ মনির এবং জুলকার নাইম, দপ্তর সম্পাদক পদে সেলিমুজ্জামান সেলিম।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আসাদুজ্জামান লিটন এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে সেলিম রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। এতেপ্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এছাড়া বিশেষ অতিথিহিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং সদস্য সৈয়দ আব্দুলআউয়াল শামীম উপস্থিত ছিলেন।