জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে মেম্বার প্রার্থী ময়নুল হাসানের আপেল মার্কায় সিল মারা অবস্থায় ১০০ পাতার একটি ব্যালট বই আটক করেছে অপর দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের শালাইপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পোলিং বুথ থেকে সিলমারা ব্যালট বই আটকের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে প্রতিদ্বন্দি অপর দুই মেম্বার প্রার্থী ভূপেন চন্দ্র মন্ডল ও আজিজজুল হকের সহস্রাধিক কর্মী-সমর্থক।
মেম্বার প্রার্থী ভূপেন ও আজিজুল অভিযোগে জানান, নির্বাচনে ওই কেন্দ্রের দায়িত্ব পালনকারী কিছু অসাধূ কর্মকর্তা-কর্মচারীর সাথে যোগসাজসে ময়নুল আগে থেকেই ১০০ পাতার একটি ব্যালট বইয়ে সিল মেরে রেখে দিয়েছিলেন।