হোসেন আলী(জেলা প্রতিনিধি)

বগুড়ায় প্রেম বিরোধে বিকেলে পৌর এ্যাডওয়ার্ড পার্কে মিরাজ (২২) নামের এক যুবক খুন হয়েছে। নিহত যুবক বগুড়া শহরেরদক্ষিণ বৃন্দাবনপাড়ার আব্দুর রহমানের ছেলে। মিরাজ শহরের শিববাটি এলাকায় একটি দোকানে অটোরিকশা মেরামতের কাজকরতেন এবং বগুড়া শহর ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য।
জানা যায়, বগুড়া শহরের বাদুড়তলা এলাকার এক তরুণীর সাথে মিরাজের প্রেমের সস্পর্ক ছিল। কিছুদিন আগে ওই তরুণীমিরাজের সাথে সম্পর্ক ছিন্ন করে গাবতলীর এক যুবকের সাথে নতুন করে সস্পর্ক স্থাপন করে। এনিয়ে মিরাজের সাথে গাবতলীরওই যুবকের এবং তার সাবেক প্রেমিকার বিরোধ চলছিল। বিরোধ চলাকালে মাঝে মধ্যেই মিরাজকে মোবাইল ফোনে হুমকিদিচ্ছিল গাবতলীর ওই যুবক। প্রেমের বিষয়টি নিয়ে একে অপরকে দেখে নেওয়ার হুমকিও দিয়ে আসছিল।
আজ মঙ্গলবার বিকেলে গাবতলীর ওই যুবক শহরের এ্যাডওয়ার্ড পার্কে এসে মিরাজকে পৌরপার্কে আসতে বলে। গাবতলী থেকেআসা ওই যুবকের সাথে কয়েকজন বন্ধুও ছিল। মিরাজ ও তার এক বন্ধুকে সাথে নিয়ে পার্কে যায়। সেখানে উভয়ের সাথে দেখাহলে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট শুরু হয়। মারপিটের এক পর্যায়ে মিরাজের পেটে ও পাঁজরে ছুরিকাঘাত করে গাবতলীথেকে আসা যুবকেরা। এসময় মিরাজকে উদ্ধার করতে গেলে তার বন্ধু নাজমুলও আহত হয়। পরে নাজমুল মিরাজকে বগুড়াশহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আতাউর রহমান সাংবাদিকদের জানান, শহরের বাদুরতলা এলাকার এক মেয়ের সাথে প্রায় এক বছরের সম্পর্কছিল মিরাজের। এক পর্যায়ে মেয়েটি মিরাজের সাথে সম্পর্ক ছিন্ন করে গাবতলী উপজেলার এক ছেলের সাথে সম্পর্ক গড়ে তোলে।তারপর থেকে সেই ছেলেটি ফেসবুক ও মুঠোফোনে বার বার মিরাজকে হুমকি দিয়ে আসছিল।
নিহত মিরাজের বন্ধু আশিক সাংবাদিকদের জানান, যে মেয়েটির সাথে মিরাজের সম্পর্ক ছিল তার নতুন প্রেমিক পার্কে মীমাংসারজন্য তাকে ডেকেছিল। নাজমুল ও মিরাজ সেখানে মীমাংসার জন্য যায়। পরে অতর্কিতভাবে মিরাজের সাবেক প্রেমিকার বর্তমানপ্রেমিক তার ৪ থেকে ৫ বন্ধুকে নিয়ে হামলা ও ছুরিকাঘাতে হত্যা করে।
এব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, প্রেমের ঘটনায় এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকতদন্তে জানা গেছে। তিনি জানান, মিরাজের সাথে বাদুরতলার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ছিন্ন হওয়ার পর সেগাবতলীর এক যুবকের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। আজ গাবতলীর ওই যুবক মিরাজকে পার্কে ডেকে নেয়। পরে এই হত্যাকান্ডেরঘটনা ঘটে। এ ঘটনায় মিরাজের বন্ধু নাজমুলও আহত হয়েছে।