আজমেরী ওসমানের ৮ সহযোগী রিমান্ডে
ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় করা মামলায় আজমেরী ওসমানের আট সহযোগীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসীন শুনানি শেষে এ আদেশ দেন।
যাঁদের রিমান্ড মঞ্জুর হয়েছে, তাঁরা হলেন শ্যামল সাহা লক্ষণ, কৃষ্ণা ওরফে কৃষ পাল, মো. নাসির হোসেন, মো. ইব্রাহিম, লিটন দাস, মো. ফয়সাল, মো. হাসিব ও বিল্লাল হোসেন। আজ বাদীপক্ষে ছিলেন আইনজীবী শরীফুল ইসলাম, আবু আল ইউসুফ খান ও আজিজ আল মামুন।
