হোসেন আলী(জেলা প্রতিনিধি)
প্রায় ১০ বছর পর নতুন নেতৃত্ব পেল বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনোয়ার হোসেনসভাপতি, আনিছুর রহমান সাধারণ সম্পাদক হয়েছেন। এ ছাড়া সহসভাপতি করা হয়েছে রফিকুল ইসলাম ও শারফুল হককে।যুগ্ম সম্পাদক পদে মুকুল হোসেন, মুক্তাকিন জাহিদ; সাংগঠনিক পদে আনন্দ কুমার ও মামুনুর রশীদকে বেছে নেওয়া হয়েছে।দপ্তর সম্পাদক হয়েছেন ফারুক কামাল।
নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে আজ শুক্রবার ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং কেন্দ্রীয় সদস্যসৈয়দ আবদুল আউয়াল।
সকালে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়।সম্মেলনে সভাপতি পদে জাহেদুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক নির্বাচিত হনআনিছুর রহমান। ১০ বছরেও ওই কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। এর মধ্যে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর জাহেদুর রহমান মারা গেলেসভাপতির পদ শূন্য হয়। এরপর ভারপ্রাপ্ত সভাপতি করা হয় প্রস্তাবিত কমিটির সহসভাপতি রফিকুল ইসলামকে। ২০১৮ সালের ১১ এপ্রিল দরিদ্র মানুষের জন্য বরাদ্দ সরকারি চাল পাচারের মামলায় গ্রেপ্তার হন উপজেলা আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক আনিছুর রহমান। এর জেরে পদ হারান তিনি। এর পর থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকরছিলেন প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সেই থেকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকদিয়ে চলছিল বগুড়ার নন্দীগ্রাম আওয়ামী লীগ।