রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চারশো এক বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকালে ধনিয়া এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে মাদক পরিবহণে একটি পিকআপ ভ্যান এবং তিনটি মোবাইল ফোনও জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, জহিরুল ইসলাম (২০) এবং সাদ্দাম হোসেন (২৫)।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিলো। এছাড়াও, যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তারা এসব মাদক দ্রব্য সরবরাহ করে আসছিলো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।